BD Chandpur News24.Com

BD Chandpur News24.Com

চান্দ্রা শিক্ষিত বেকারের সাবেক সহকারী পরিচালক আলমগীর মিজির ইন্তেকাল

 চাঁদপুর: চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী  সমবায় সমিতির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন শেখ এর বোন জামাতা এবং সমিতির সাবেক সহকারী পরিচালক  আলমগীর মিজির  (৬২)  শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৭ ঘটিকায় ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদীরামপুর  এলাকায় নিজ বাড়িতে  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদ আসর সকদীরামপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে মরহুমে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাযায় ইমামতি করেন চান্দ্রা বাজার কেন্দ্রীয়  জামে মসজিদের খতীব  মাওলানা আশেকুর রহমান।

Post a Comment

0 Comments