মাদারীপুরের ফারুক মুন্সি। সেই ১৩ বছর বয়সে রিকশা চুরিতে নাম লেখান। যাত্রাবাড়ীর পান্না নামের এক ব্যক্তির প্ররোচনায় রিকশা চুরি শুরু তাঁর। দেখতে দেখতে কেটে গেছে ২৫টি বছর। এখন তাঁর বয়স ৩৮ বছর।
জীবনের বড় অংশই রিকশা চুরি করে কাটানো ফারুক মুন্সি চুরিতেই হাত পাকিয়েছেন। তাই তো অন্য পেশায় নিজেকে জড়ানোর কথা আর ভাবেননি। এখন চুরি তাঁর পেশাই নয়, নেশায়ও পরিণত হয়েছে।
0 Comments