আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী আর বেঁচে নেই
চাঁদপুর ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৩ বাংলাদেশের জেলা গভর্নরের উপদেষ্টা আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে------রাজেউন)।গত ৪ নভেম্বর ২০২১ ঢাকার গ্রীন রোডস্থ গ্রীন লাইফ হাসপাতালে তাঁর ডেন্টাল ও মেক্সলোফেসিয়ালজনিত অপারেশন হয়।
উল্লেখ্য, তিনি চাঁদপুরস্থ গণি আদর্শ উচ্চ বিদ্যালয়, নুরীয়া পাইলট উচ্চ বিদ্যালয়, আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয় ও ৩নং বালিকা প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, পুরাণবাজার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
0 Comments